Posts কষ্টার্জিত বিলাপ
Post
Cancel

কষ্টার্জিত বিলাপ

একজন ছেলের জন্য তার জীবনের সবথেকে করুণতম মূহূর্ত হয়ত সে সময়টা, যখন তার কাঁধে থাকে তার পিতার নিথর দেহ সমেত খাটিয়া যেখান থেকে আর কখনও আসবে না সেই অপত্য স্নেহের ডাক আর কণ্ঠে কালেমা শাহাদাত.....যা হয়ত ছেলেটার জন্য এক গগণবিদারী হাহাকার, যেটা তার মায়ের সামনে শত চেষ্টায় অব্যক্ত রেখেছিল সে।

This post is licensed under CC BY 4.0 by the author.

কঠিন বাস্তবতা!

আক্ষেপ :)