Closure...
কাউকে মনঃপ্রাণ উজাড় করে ভালোবেসে তাঁর কাছ থেকে প্রচন্ডরকম ভালোবাসা পাবার মধ্যে একটা আত্মিক প্রশান্তি রয়েছে, যেখানে সময়ের ব্যাপ্তি মুখ্য নয়! কে, কখন, ঠিক কোন কারণে, কীভাবে প্রণয়ে জড়িয়ে যায় সেটা কেউই বলতে পারে না। তবে এ সম্পর্ক প্রণয় থেকে পরিণয়ে আসে না হয়ত একটি মাত্র কারণে! যেখানে ভালোবাসাটা ধ্রুব থাকে তবে বিশ্বাসটা ঠুনকো হয়ে যায়, সেই প্রণয়ের পরিণতি কি আদৌ বাঞ্ছনীয়?
This post is licensed under CC BY 4.0 by the author.