আজ কেমন যেন মনে হল, আমার হৃদপিন্ডের একাংশ চাটগাঁও এর পথে যাত্রা করছে। আজ অনেক কষ্টে সামনে কান্না আটকে রাখলেও বাস ছেড়ে দিলে ডুকরে কেঁদে উঠেছিলাম। কবিতাটা তোমার জন্য, আল্লাহ বাঁচালে সামনের বার চিটাগাং গেলে এটা তোমার হাতে দিব ইনশাআল্লাহ!
জন্মিছিনু যবে এই অচিন ধরায়,
হয়েছিলে পঞ্চমুখ তুমি মোর বন্দনায়।
চেকনাই তব রাঙাবদন মোর,
"আবীর" নামটি সপেছিলে মোরে;
আজও কাটেনি তার ঘোর।
সন্ধ্যাকাশ যবে আবীর রঙে সাজে
মন বসে না তোমার কোনো কাজে,
কেউ না দেখলেও দেখেছি আমি;
একাগ্রচিত্ত থাকো তুমি সেথায়,
নিষ্পলক দৃষ্টিপাতে.....
হয়েছিলে পঞ্চমুখ তুমি মোর বন্দনায়।
চেকনাই তব রাঙাবদন মোর,
"আবীর" নামটি সপেছিলে মোরে;
আজও কাটেনি তার ঘোর।
সন্ধ্যাকাশ যবে আবীর রঙে সাজে
মন বসে না তোমার কোনো কাজে,
কেউ না দেখলেও দেখেছি আমি;
একাগ্রচিত্ত থাকো তুমি সেথায়,
নিষ্পলক দৃষ্টিপাতে.....