একটি ঈদের জামাত, ইমামের খুতবার সময় অনবরত ডুকরে ডুকরে কাঁদছে একটি ছেলে। মোনাজাতে "রাব্বির হামহুমা কা'মা রাব্বা ইয়ানি সাগীরাহ" বলে তার নিরব আত্মচিৎকার আর ফুপিয়ে কেঁদে ওঠা। মোনজাত শেষে অনেকক্ষণ জায়নামাযে পড়ে রইল সে। আজ ছেলেটির জীবনের সবথেকে প্রিয় মানুষটিকে ছাড়া জীবনের দ্বিতীয় ঈদ-উল-ফিতর। জামাত যখন প্রায় ফাঁকা তখন সে উঠে চশমা হাতে চোখ মুছতে মুছতে বের হল মসজিদ থেকে। সবাই একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার মুখমন্ডলে বিষাদ লালীমার ছাপ, ফুলে ওঠা রাঙা চোখ। হঠাৎ এক ভিক্ষুক ছেলেটির দিকে এগিয়ে এলো আর তার দিকে স্বভাবসুলভ হাত বাড়ানোর পরিবর্তে বাহু বাড়িয়ে দিল, ছেলেটি কোলাকুলি করল তাঁর সাথে আর পকেট থেকে ১০টাকার নতুন একটি নোট বের করে গুজে দিল ভিক্ষুকটির হাতে। ছেলেটির বুকটা অনেকটা হালকা হয়ে গেল হঠাৎ করে। বাসায় ঢোকার পূর্বে যখন সে মায়ের কাছে কান্না ঢাকার জন্য রুমাল বের করতে পকেটে হাত দিল, তখন সে সেই ১০টাকার নোটই পকেটে পেল। ১মিনিটের জন্য আকাশপাতাল ভেবে দাঁড়িয়ে রইল সে। তারপর মনের অজান্তেই হাস্যোজ্জ্বল চোখে আকাশের দিকে তাঁকিয়ে বলে উঠল,
ঈদ মুবারক বাবা! 😭
This post is licensed under CC BY 4.0 by the author.