Posts বন্ধু 😊
Post
Cancel

বন্ধু 😊

বন্ধু মোদের হয় না সবাই,
বন্ধু চেনা কঠিন যে তাই;
বন্ধু....না যে শত্রুই;
তাইতো ভেবে না পাই!
বন্ধুর মতো বন্ধু না পাই,
মনের ভেতর কষ্ট সেটাই;
বহিরাদিকে বন্ধু কতই,
অন্তরদিকে শত্রু সবাই!
এসব বন্ধুর মিঠাইমাঠাই,
সবই যেন বৃথাই;
ভালো বন্ধু আছে বা কটাই?
তাইতো খুঁজি হেথায়সেথায়...

This post is licensed under CC BY 4.0 by the author.

-

কঠিন বাস্তবতা!