আজ আমি হাসতে গিয়েও কাঁদছি :)
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি :)
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ মস্তিষ্কে আজ এন্ডরফিন্স নিঃসৃত হচ্ছে না,
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ মাথার উপর এক স্নেহের ছায়া মিলছে না।
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ প্রতি ফজরে তার ডাকে ঘুমটা যে আর ভাঙছে না,
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ অপত্য স্নেহের ডাকটা যে আর কারো মুখে শুনছি না।
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ প্রতিরাতে কারও অপেক্ষা করতে পারছি না,
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ এখন কারও সাথে প্রাতঃভ্রমনটা হচ্ছে না।
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ এখন আমার আবদারের কোটা শূন্য,
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কারণ সেটা রবে সর্বদাই অপূর্ণ।
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি...
কেননা, আজ বাবার জন্মদিন!
কিন্তু তাঁর ঘুমটা যে আর ভাঙার নয়,
সে যে আর জানবে না, এনিয়ে তার ছেলের অভিব্যক্তি এখনও
অমলিন...
তাই আমি আজ হাসতে গিয়েও কাঁদছি;
আজ আমি হাসতে গিয়েও কাঁদছি! 😭
This post is licensed under CC BY 4.0 by the author.