Posts মা দিবস ❤️
Post
Cancel

মা দিবস ❤️

আজকের লিখতে বসা কাব্যটি হয়ত কোনোদিন শেষ হবে না। কারণ, এ কাব্যের শিরোনাম পৃথিবীর সবথেকে ছোট কিন্তু সবথেকে দামী শব্দ "মা!!!" আজকের দিনে আমাদের 'মা-দিবস' নিয়ে দেয়া স্ট্যাটাসগুলা যেন শুধু স্যোশাল সাইটের টাইমলাইন বা স্টোরিতেই সীমাবদ্ধ না থাকে। আমাদের জীবনের প্রারম্ভে যেমনিভাবে তাঁরা তাঁদের সকল সুখ-শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের বড় করেছেন এবং এখনও করছেন; আমরাও তাঁদের জীবনের ক্রান্তিলগ্নে যেন আমাদের সবটুকু উজাড় করে দিতে পারি তাঁদের জন্য। তবু আমরা এ অধমরা কোনোদিনও তাঁদের ঋণ শোধ করতে পারব না। তবু এই মা-দিবসে শুধু এটুকু কামনা---

"" এ ভবে যেন আর কোনো নচিকেতাকে গাইতে না হয়
বৃদ্ধাশ্রমের গান,
যেন আর কোনো কবিকে লিখতে না হয়,
বৃদ্ধাশ্রমের কবিতা,
"মা" যেন তাঁর শেষ নিশ্বাস নেন সন্তানের কোলে;
তুমি কবুল করো, হে বিধাতা......""

This post is licensed under CC BY 4.0 by the author.

ভালোবাসা ❤️

অনুরাগন্ধ ক্ষীণ্ময় 🙃