গল্পটা এমন না হলেও পারত ছেলেটা হয়ত এখনও ছবি আঁকতো, গল্পটা এমন হলেও পারত হয়ত ছেলেটা এখন বোনের সাথে খুঁনসুঁটিতে মাততো। গল্পটা এমন না হলেও পারত ছেলেটা হয়ত খেলার মাঠে আগের মতন ছুটতো, গল্পটা এমন হলেও পারত ছেলেটা হয়ত ল্যাবরেটরিতে টুংটাং করত; গল্পটা এমন না হলেও পারত হয়ত ছেলেটা পিসি ছেড়ে খাতায় অংক কষতো। গল্পটা এমন হলেও পারত ছেলেটা হয়ত এখনও বাবার কোলে মাথা রেখে ঘুমোত...