অনুরাগন্ধ ক্ষীণ্ময় 🙃
আবীর Dec 12, 2018 2018-12-12T11:33:00+08:00
May 8, 2021 2021-05-08T07:28:38+08:00 1 min
মম স্বপ্নে, মম যাতনায়, মম ঘোরে;
বিষাদ মোরে লভিছে স্বকোটরে।
মম হাস্যে, মৃদু লাস্যে, কতক খন্ড ভাবনায়...
তব মন ভাসে অগোচরে কল্পলোকের কল্পনায়।
মম হানি, ক্ষীয় অভিমানী,
নিরুত্তর তব কানাকানি।
মম উন্মাদ, মম ক্ষিপ্র, মম বনানী;
অন্তর তব ভাঁড়েও ভবানী...
মম উতলা, মম বাতুল, মম চঞ্চলা;
অদ্য মন মোর বড্ড মেঘলা।
মম উন্মত্ত, মম স্বক্রুদ্ধ, মম নিরুপায়,
অদ্য সে কি দিল এক ভ্রাতৃবলি হায়...
মম প্রলাপে মম বিলাপে,
তব দিয়ে সান্ত্বনা সঙ্কল্পে,
"নট, তুই খ্যাপা, বড় খ্যাপা এদুনিয়ায়!"
মম আজ তাই অনুরাগন্ধ ক্ষীণ্ময়!
This post is licensed under
CC BY 4.0 by the author.