আদরের পোকা ❤️
আবীর Nov 13, 2018 2018-11-13T11:33:00+08:00
1 min
সব মায়া ছেড়ে তুই
যাবি অন্য ঘর....
জীবনের গল্পে নতুন অধ্যায়ের
হবে সূচনা,
হবে খুঁনসুটি,
হবে বায়না,
যা আগে হয়ত আমার সাথে করতি।
কিন্তু এখন এসেছে নতুন মানুষ
আগে যে ছিল পর।
তোর চোখের কাজল নষ্ট হয়ে গেছে কিনা...
হয়ত আমি আর বলে দিতে
পারব না;
তোর গানের সুর বেঠিক হয়েছে কিনা....
হয়ত আমি আর ঠিক করতে পারব না;
তোর গালটা ধরে যখন তখন টানতে পারব না;
তোকে "পোকা" বলে ডাকতে পারব না;
তোকে রোজ রিক্সায় তুলে দিতে পারব না;
তোর খোপায় ফুল গুজে দিতে পারব না;
তোকে যখন তখন শোনাতে পারব না আমার গান!
তবে হ্যাঁ.........
তোর জন্য গান লিখব,
লিখব কবিতা;
তোর লেখা কবিতায় সুর তুলব,
তোর জন্য গিটার বাজাব,
এ্যাকস্টিক বাজাব কান ফাটানো শব্দে;
ছিড়ে যাক তার!
কারন আমিই তোর সেই
গিটারের ছেড়া তার...
This post is licensed under
CC BY 4.0 by the author.