একটা ধারালো ছুরির ওপর যদি কোনো কারণে মরিচা পড়ে যায়, তাহলে সেই মরিচা তুলে ফেলা সহজসাধ্য ব্যাপার না। আর কোনোভাবে মরিচা তোলার পরে ছুরি আর পূর্বের ন্যায় ধারালো থাকে না। যদিও ছুরিকে পুনরায় ধারালো করার অনেক নব্য প্রযুক্তি রয়েছে, তবে তা আমাদের নাগালের বাইরে। প্রাচীন পন্থায় ছুরি ধার করতে গেলে ছুরিরই ধাতু ক্ষয়ে যাবে। আগে যদি সে ছুরি দ্বারা কঠিনতর কোনো বস্তু কাটা যেত, এখন তা দ্বারা ফল ব্যাতীত আর কিছু কাটা সম্ভব হবে না আর কাটার আশা করাটাও অর্বাচীনতার পরিচায়ক।
Recent Update
Trending Tags